ছবি: সংগৃহীত
শাহরুখ খানের `জওয়ান' ছবি থেকে নয়নতারার সঙ্গে তাঁর রোম্যান্টিক গানের একটি ঝলক উন্মোচন করা হয়েছে। ছবিতে সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর এবং কোরিওগ্রাফি করেছেন ফারাহ খান। শাহরুখ আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে একটি শ্রুতিমধুর হবে। টিজারে শাহরুখ এবং নয়নতারাকে রোম্যান্টিক ছন্দে নাচতে দেখা যাচ্ছে।
শনিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় ছলেয়ার টিজার শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘দ্য লাভ অফ জওয়ান। রোম্যান্টিক। খুবই মিষ্টি। অনিরুদ্ধ তুমি মায়াবী। ফারাহ বরাবরের মতোই তোমাকে ভালোবাসি। অরিজিৎ তোমাকে অনেক ভালোবাসা।
আগের মতো আবারও মন জয় করলে। শিল্পা আপনি ঐশ্বরিক এবং আপনার লেখাও 'খুব সুন্দর'। জওয়ান হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ৭ সেপ্টেম্বর ২০২৩-এ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে।’
হিন্দিতে ছলেয়া গানটি লিখেছেন কুমার এবং শিল্পা রাও এবং অরিজিৎ সিং গেয়েছেন। এটির আরেকটি সংস্করণের নাম হায়োদা এবং এটি গেয়েছেন প্রিয়া এবং বিবেক। তৃতীয় সংস্করণটির নাম চলে না। যা চন্দ্রবোস লিখেছেন এবং গেয়েছেন আদিত্য ও প্রিয়া।
হিন্দিতে গানের কথাগুলি হল ‘ইশক মে দিল বনা হ্যায়, ইশক মে দিল ফানা হ্যায়, ওও। মিটা দে ইয়া বনা দে, ম্যায় তুঝকো চুনা হ্যায়, ওও। শাহরুখকে একটি প্রিন্ট করা কালো এবং সাদা শার্ট এবং কালো প্যান্টে দেখা গিয়েছে। নয়নতারাকে বিভিন্ন পোশাকে মন কাড়তে দেখা গিয়েছে।
ইনস্টাগ্রামে গানের টিজারে একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘শাহরুখ খান এবং নয়নতারার রসায়ন দেখার জন্য অপেক্ষা করতে পারছি না।’ অন্য একজন লিখেছেন, ‘উফফ! এই গানের জন্যই আমি অপেক্ষা করছিলাম! রোম্যান্সের রাজা এবং লেডি সুপারস্টার নয়নতারার সঙ্গে একটি সর্বাধিক রোম্যান্টিক গান।
আমরা আর কিই বা চাইতে পারি। খুবই উত্তেজিত।’ তাঁর জন্য আরও একজন ভক্ত লিখেছেন, ‘এসআরকে রোম্যান্স মুডে ফিরে এসেছে। আমরাও আর অপেক্ষা করতে পারছি না।’ শাহরুখের পোস্টের প্রতিক্রিয়ায় একজন ভক্ত লিখেছেন।
আরো পড়ুন: কেন হেমাকে অন্য নায়কের সঙ্গে ছবি তুলতে দিতেন না ধর্মেন্দ্র
জওয়ান পরিচালনা করেছেন অ্যাটলি। যা তাঁর বলিউডে প্রথম পদক্ষেপও বলা যেতে পারে। এবং এতে আরও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, দীপিকা পাডুকোন, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি এবং সুনীল গ্রোভার। শাহরুখ খান, সানিয়া মালহোত্রা এবং অন্যান্যদের সমন্বিত একটি পেপি ডান্স নম্বর জিন্দা বান্দা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে৷ শুধু তাই নয়, সকলেই এই গানটি চেটেপুটে উপভোগ করেছে।
এসি/ আই.কে.জে/